রাজশাহীর তানোরে পুকুরে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার কামারগাঁ ইউনিয়নের পারিশো গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম নাবিল হোসেন। সে ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিল ছোট্ট নাবিল। পরিবারের সবার অগোচরে হঠাৎ পানিতে পড়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে ভেসে উঠে তার নিথর দেহ। পরিবারের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। শিশুটির মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :