AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুন্দরগঞ্জে শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা



সুন্দরগঞ্জে শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

দুর্যোগ সহনশীল শিক্ষা উপকরণ পেয়ে বাঁধভাঙা আনন্দে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। প্রাকৃতিক দুর্যোগ কালবৈশাখী ঝড়, বৃষ্টি-বাদল, বন্যা, খড়ারমত বৈরী আবহাওয়া থেকে সাময়িকভাবে পাঠ্য প্রস্তুক ও শিক্ষার্থীকে সুরক্ষার জন্য এইসব উপকরণ দেয়া হয়। সুন্দরগঞ্জ উপজেলায় স্কুল লেড কমিউনিটি রেজিলেন্স টু ডিজাষ্টার এন্ড ক্লাইমেট রিস্ক (SLCRDCR-।।) প্রকল্পের আয়োজনে বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

 সোমবার বিদ্যালয় মাঠে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্টি অফিসের আর্থিক ও কারিগরি সহায়তায়  (SLCRDCR -।।) প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে ছাতা ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়। বিদ্যালয়ের ৩০০ জন শিক্ষার্থীর মাঝে এই উপকরণ হয়।

  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দের সভাপতিত্বে উপকরণ বিতরণ পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে দেন উপজেলা নিবার্হী অফিসার রাজ কুমার বিশ্বাস। সহকারি শিক্ষক মো. সেলিম মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. সুমী কায়ছার, বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্যাহ, মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্টি অফিসের প্রকল্প কর্মকর্তা প্রসেনজিত রায়,  (SLCRDCR -।।) প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আফরুজা বুলবুল, টেকনিকেল অফিসার রুশেল মিস্ত্রী রতন, স্কুল ফ্যাসিলিটেটর এস এম মাসুদুর রহমান, শিউলী আকতার, শিক্ষার্থী আইরিন আকতার প্রমূখ ।  

জানা গেছে, স্কুল লেড কমিউনিটি রেজিলেন্স টু ডিজাষ্টার এন্ড ক্লাইমেট রিস্ক ( SLCRDCR-।।) প্রকল্পের আওতাভূক্ত উপজেলার বেলকা এমসি উচ্চ বিদ্যালয়, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, পঞ্চানন্দ আর ইউ দাখিল মাদ্রাসা, কছিম বাজার উচ্চ বিদ্যালয়, চর বেলকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে দুর্যোগ সহনশীল শিক্ষা উপকরণ ছাতা ও স্কুল ব্যাগ বিতরণ করা হবে। এছাড়া প্রতিটি প্রতিষ্ঠানকে একটি করে স্ট্রেচার, দুইটি চার্জার লাইন, একটি হ্যান্ড মাইক ও একটি ফাস্ট এইড বক্স বিতরণ করা হয়। 

 

একুশে সংবাদ/গা.প্র/এ.জে

Shwapno
Link copied!