ভোলার চরফ্যাশনের শশীভূষণে বেগম রহিমা ইসলাম কলেজে পূর্বের এডহক কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে পূর্বের কমিটি পুনর্বহালের দাবিতে কলেজ প্রাঙ্গণে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।
রবিবার (৪ মে) দুপুর ২টায় কলেজ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে বক্তারা দাবি করেন, পূর্বের বৈধ এডহক কমিটি বহাল থাকা অবস্থায় জাল-জালিয়াতির মাধ্যমে ২ মে তারিখে অ্যাডভোকেট পারভেজ নামের একজনকে অবৈধভাবে সভাপতি করা হয়েছে, যাকে এলাকাবাসী চিনেই না।
মানববন্ধনে বক্তব্য রাখেন শশীভূষণ থানা বিএনপির সভাপতি এ বি সিদ্দিক মিয়া, যুবদল নেতা সোহরাব হোসেন সুমন, মিজানুর রহমান রোমান, কৃষকদল নেতা কামাল হোসেন, ছাত্রদল নেতা ইউনুসসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, অ্যাডভোকেট পারভেজ এর আগেও জনতা বাজার কলেজ ও চরফ্যাশন আলিয়া মাদ্রাসার সভাপতির দায়িত্ব পেয়েছেন, অথচ স্থানীয়দের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বক্তারা আরও দাবি করেন, তিনি সাবেক ও বিতর্কিত প্রিন্সিপাল জাহাঙ্গীরকে পুনর্বাসনের উদ্দেশ্যে কাজ করছেন, যিনি পারভেজেরই আইনজীবী ছিলেন। মানববন্ধনে এলাকাবাসী অ্যাডভোকেট পারভেজকে "অবাঞ্ছিত" ঘোষণা করেন।
স্থানীয়রা দাবি জানান, পূর্বের কমিটির সভাপতি মেহেদী হাসান জুয়েলকে পুনর্বহাল করে কলেজে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরিয়ে আনার।
একুশে সংবাদ/ভো.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :