AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাওলানা রইস উদ্দিন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন



মাওলানা রইস উদ্দিন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন

ইসলাম বিদ্বেষী নারী সংস্কার কমিশন বাতিল এবং ইমাম-খতিব মাওলানা রইস উদ্দিন হতাকাণ্ডের বিচারের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছাত্র ঐক্য পরিষদের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে এই মানববন্ধনে বিভিন্ন ইসলামী ছাত্র ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন মাওলানা এম এ রহিম নোমানী, শ্রীমঙ্গলে ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক মাহমুদুল হাসান নাঈম, মোজাহিদুল ইসলাম ও শামিম আহমেদ। 

এসময় উপস্থিত ছিলেন ইসলামি ছাত্রশিবিরেে শ্রীমঙ্গল উপজেলা সভাপতি সাদিকুল ইসলাম ও তালামিযে ইসলামিয়ার সেক্রেটারি সায়েল আহমেদ, খেলাফত মজলিসের মাওলানা মাসুক আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা ইমাম ও খতিব মাওলানা রইস উদ্দিন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। ন্যায়বিচারের অভাবে সমাজে অস্থিরতা বাড়ছে, যা রোধ করা জরুরি।

নারী সংস্কার কমিশনের প্রতিবেদনে ইসলামবিরোধী সুস্পষ্ট অবস্থান তুলে ধরে বলেন, এই কমিশনের প্রস্তাবনাগুলো সরাসরি কুরআন-সুন্নাহ বিরোধী এবং মুসলিম সমাজের ধর্মীয় ও পারিবারিক কাঠামোর উপর চরম আঘাত। তারা এই প্রতিবেদন ঘৃণাভরে প্রত্যাখ্যান করে অবিলম্বে কমিশন বাতিলের আহ্বান জানান।

মানববন্ধনে ভারতের মুসলিমদের ওপর হামলা ও মসজিদ-মাদরাসায় আক্রমণের প্রতিবাদ জানানো হয়। বক্তারা এসব নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন এবং বাংলাদেশের সরকারকেও কঠোর অবস্থান নিতে অনুরোধ জানান।

তারা দাবি জানান, নারী বিষয়ক সংস্কার কমিশনের বিতর্কিত সদস্যদের অপসারণ করে নতুনভাবে একটি ধর্ম-সংবেদনশীল ও বাস্তবভিত্তিক কমিশন গঠন করা হোক, যা দেশের মূল্যবোধ ও সমাজ কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।

 

একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

Shwapno
Link copied!