AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ীতে দিনে-দুপুরে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা



রাজবাড়ীতে দিনে-দুপুরে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

রাজবাড়ীর পাংশা উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে রাশেদুল ইসলাম (৩০) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের নিভা বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত রাশেদুল ইসলাম সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু গ্রুপের সক্রিয় কর্মী ছিলেন। তিনি নিভা গ্রামের কেয়ামুদ্দিন শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাশেদুল ইসলাম শুক্রবার রাতে ভোলা থেকে ধান কেটে বাড়ি ফেরেন। পরদিন সকালে ধান ভাগের উদ্দেশ্যে রূপিয়াট বাজারে যাওয়ার পথে নিভা বাজার এলাকায় ১০-১৫ জন সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়। দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে 

নিহতের ছোট ভাই রেজাউল ইসলাম অভিযোগ করেন, রফিক, ইকবাল ও সুমনসহ ১০-১৫ জন পূর্ব শত্রুতার জেরে তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তিনি দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দিন বলেন, “পূর্ব বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় বালিয়াকান্দি ও কালুখালি থানা পুলিশসহ রাজবাড়ী পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজিব।

 


একুশে সংবাদ/রা.প্র/এ.জে

Shwapno
Link copied!