পিরোজপুরের নাজিরপুরে সাংবাদিক উথান মন্ডলের পুত্র সহ দুজনকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের মামলায় প্রধান আসামি মো. নাঈম শেখকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২ মে) রাতে উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের শ্রীরামকাঠী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া।
গ্রেফতার হওয়া নাঈম শেখ (৩০) দক্ষিণ জয়পুর গ্রামের দেলোয়ার শেখের ছেলে এবং তিনি ওই মামলার ওয়ারেন্টভুক্ত এক নম্বর পলাতক আসামি। ওসি মাহমুদ আল ফরিদ জানান, নাঈম শেখের নেতৃত্বে দুই ছাত্রকে অপহরণ করা হয়। তার বিরুদ্ধে নাজিরপুর থানায় দায়ের হওয়া মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ১২ মার্চ সাংবাদিক উথান মন্ডলের ছেলে উৎসব মন্ডল (১৫) ও তার বন্ধু সাজ্জাদ শেখ অপহরণের শিকার হয়। উৎসব সিরাজুল হক সরকারি বালক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র এবং সাজ্জাদ শেখ শহীদ জিয়া মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। ওই দিন রাত ৮টার দিকে তারা মোটরসাইকেলে পিরোজপুর যাচ্ছিল। পথে নাজিরপুর-পিরোজপুর সড়কের চৌঠাইমহল স্টিল ব্রিজের কাছে অপহরণকারীরা তাদের অজ্ঞান করে দক্ষিণ জয়পুরের শ্যামল মাতার একটি ঘেরে নিয়ে যায়। সেখানে আটকে রেখে মোবাইলে মুক্তিপণ দাবি করা হয় এবং তা পরিশোধের পর তাদের ছেড়ে দেওয়া হয়।
শনিবার (৩ মে) গ্রেফতার নাঈম শেখকে পিরোজপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/পি.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :