‘শ্রমিক শোষণের জঞ্জাল ভেঙ্গে – এসো মুক্তির গান গাই’ এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ মে) বিকেল ৩টায় সুবানী প্রান্তিক বিদ্যানিকেতন প্রাঙ্গণে বাংলাদেশ সমাজতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভূঁইয়া।
বিশেষ বক্তা ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সংগঠক মহিনউদ্দিন চৌধুরী লিটন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য সামসুল আলম জুলফিকার এবং আইয়ুব রানা।
আলোচনা সভা সঞ্চালনা করেন বাসদ নেতা আইয়ুব রানা, আর সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের কালিয়াকৈর উপজেলা সংগঠক শ্রী অরুন চন্দ্র বর্মন।
সভায় আরও উপস্থিত ছিলেন সুবানী প্রান্তিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক অনন্ত কুমার, দৈনিক নাগরিক ভাবনার কালিয়াকৈর প্রতিনিধি বাপ্পি খৃষ্টদাস, পরান বাবু, সুমিত কুমারসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও শ্রমজীবী মানুষ।
সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, শ্রম শোষণ বিরোধী আন্দোলন এবং সমাজতান্ত্রিক আদর্শে শ্রমিক-মেহনতি মানুষের মুক্তি সংগ্রামকে বেগবান করার আহ্বান জানান।
একুশে সংবাদ// গা.প্র/ এ.জে