"মে দিবসের অঙ্গীকার, রুখতে হবে স্বৈরাচার"—এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ।
বৃহস্পতিবার (১ মে) বিকেলে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেয় স্থানীয় শ্রমজীবী মানুষ ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
র্যালি শেষে সাদ্দাম বাজার এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে এতে বক্তব্য রাখেন পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন।
সমাবেশে আরও বক্তব্য দেন ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন চিশতিয়া, সাবেক শ্রমিক নেতা মো. নুরুল ইসলাম, পৌর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মো. বাবুল মিয়া এবং যুবদল নেতা আবুল কালাম আজাদ।
বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
একুশে সংবাদ// ন.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :