মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়ার (কুটি) অপসারণের দাবিতে ঘেরাও কর্মসূচি পালন করেছে স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে খামারপাড়া বাজারে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব জোয়ার্দার শাহ আলম তুফান, সাবেক বিএনপি নেতা আসাদুজ্জামান খাঁজা, ছাত্রদলের মোঃ হেমায়েত হোসেন, যুবদলের মিলন মন্ডল, কৃষকদলের মেহেদী হাসান মুকুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন দীর্ঘদিন ধরে ইউনিয়নে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে চলেছেন। তার মদদপুষ্ট বাহিনী বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, বাজারে অতিরিক্ত টোল আদায় করছে এবং সরকারি অনুদান দলীয়করণ করছে।
তারা আরও বলেন, "যে দেশে সংসদ ও উপজেলা চেয়ারম্যান অবৈধ, সেই দেশে ইউপি নির্বাচন বৈধ হতে পারে না।" অবিলম্বে চেয়ারম্যানকে অপসারণ ও দুর্নীতির তদন্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।
একুশে সংবাদ//মা.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :