মহান মে দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।
সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মির সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাক্তার মো. ইমরান খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা তথ্য কর্মকর্তা সোহা তামান্না, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মোন্নাফ, পৌর হিসাব রক্ষক মো. দুলাল মোড়ল, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মে দিবসের গুরুত্ব তুলে ধরে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ থাকার কথা বলেন।
একুশে সংবাদ//গা.প্র/এ.জে