AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৪ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভৌগোলিক নির্দেশক (GI) পণ্যের সনদ পেল মুন্সীগঞ্জের সিরাজদিখানের ‘পাতক্ষীর’


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
১২:৩১ পিএম, ১ মে, ২০২৫

ভৌগোলিক নির্দেশক (GI) পণ্যের সনদ পেল মুন্সীগঞ্জের সিরাজদিখানের ‘পাতক্ষীর’

বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সনদ প্রদান অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানের ঐতিহ্যবাহী মিষ্টান্ন ‘পাতক্ষীর’ ভৌগোলিক নির্দেশক (GI) পণ্যের সনদ লাভ করেছে।

মঙ্গলবার  (৩০ এপ্রিল) বিকাল ৩টায় ঢাকার বেইলি রোডস্থ রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হলে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোস্তফা সরয়ার ফারুকী। সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ ওবায়দুর রহমান।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন নিবন্ধিত GI পণ্যের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদ তুলে দেওয়া হয়। মুন্সীগঞ্জ জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমা তুল জান্নাত সিরাজদিখানের ‘পাতক্ষীর’ পণ্যের GI সনদ গ্রহণ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “দুধ, সামান্য হলুদগুঁড়া ও চিনি দিয়ে তৈরি পাতক্ষীর বহু প্রজন্ম ধরে স্থানীয় কারিগরদের হাতে তৈরি হয়ে আসছে। এর স্বাদ, গন্ধ ও গুণগত বৈশিষ্ট্য একে অন্যান্য মিষ্টান্ন থেকে স্বতন্ত্র করেছে। GI সনদপ্রাপ্তির মধ্য দিয়ে এই পণ্যের আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে, যা স্থানীয় উৎপাদকদের আর্থ-সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বক্তারা বলেন, ভৌগোলিক নির্দেশক সনদ কেবল পণ্যের গুণগত মান ও ঐতিহ্যের স্বীকৃতি নয়, বরং তা দেশের অর্থনীতি ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। মেধাসম্পদের সুরক্ষা, GI পণ্যের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি ও বাণিজ্যিকীকরণের ওপরও গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, গবেষক, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ//মু.প্র//এ.জে

Link copied!