AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৪ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৪৩ পিএম, ২৪ মে, ২০২৫

সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৪ মে) সকাল ৯টা থেকে আগামী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

প্রথম দিনের পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

রোববার (২৫ মে) থেকে শুরু হয়ে পরবর্তী দিনগুলোতে বৃষ্টির প্রবণতা আরও বাড়বে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা বেশি। একই সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলেও বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সোমবার (২৬ মে) রংপুর বিভাগের কিছু স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের শঙ্কা রয়েছে।

মঙ্গলবার (২৭ মে) ও বুধবার (২৮ মে) দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের—বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট—অধিকাংশ এলাকায় ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, এ সময়ের মধ্যে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ধাপে ধাপে হ্রাস পেতে পারে। বিশেষ করে বুধবার দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, চলতি মৌসুমে প্রাক-বর্ষার স্বাভাবিক আচরণ হিসেবেই এই বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তবে ভারী বৃষ্টির ফলে পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের ঝুঁকি এবং নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে
 

Link copied!