AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৪ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লৌহজংয়ে অবৈধ বালু উত্তোলন ও জমি ভরাটে ১২ জনকে সাজা ও অর্থদণ্ড


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
১২:১৭ পিএম, ১ মে, ২০২৫

লৌহজংয়ে অবৈধ বালু উত্তোলন ও জমি ভরাটে ১২ জনকে সাজা ও অর্থদণ্ড

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমি ভরাটের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার পদ্মা নদীতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারায় ১২ জনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ইলিয়াস (২৬), হাসান (২৬), মো. কবির (৩১), মো. দুলাল (৪০), মো. হেলাল (৫০), মো. ওয়ালী উল্লাহ (৩৫), মো. রফিকুল ইসলাম (৩২), আ. আব্বাস মোল্লা (৩০), সিরাজ মোল্লা (৫৫) ও আলি হোসেন (৪০) — এদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে সাত দিনের অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয়। মো. দাদন (৪৭) এবং হারুন বেপারী (৫০) কে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন ও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনা করেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান। তিনি জানান, অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পরদিন বুধবারও পদ্মা নদীতে টানা দ্বিতীয় দিনের মতো মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় অবৈধভাবে স্থাপিত প্রায় ১০ কিলোমিটার পাইপলাইন ধ্বংস করা হয়। নদী তীরবর্তী একাধিক অবৈধ আনলোডিং ড্রেজার ও বেকু অকার্যকর করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান বলেন, "বালু উত্তোলন ও ফসলি জমি ভরাটের মতো অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষা ও কৃষি জমির সুরক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।"

 

একুশে সংবাদ//মু.প্র//এ.জে

Link copied!