বরিশালের বানারীপাড়ার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠিতে শহীদুল ইসলাম মানিককে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে এই মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, শহীদুল ইসলাম মানিক একজন প্রবাসফেরত সফল ব্যক্তি, যিনি দুই দশকের বেশি সময় সৌদি আরবে থেকে ফিরে গাজীপুরের সফিপুরে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তাঁর বিরুদ্ধে আনা ডাকাতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
ঘটনার প্রেক্ষাপট অনুযায়ী, গত ২১ এপ্রিল দক্ষিণ বাইশারী গ্রামে মিজানুর রহমান বাবুল মিয়ার বাড়িতে ডাকাতির অভিযোগে দায়ের করা মামলায় শহীদুল ইসলাম মানিকসহ কয়েকজনকে আসামি করা হয়। পরদিন পুলিশ মানিককে গ্রেফতার করে।
তাঁর মেয়ে সুমাইয়া ইসলাম শান্তা জানান, ঘটনার রাতে তাঁর বাবা নিজ বাড়িতে ছিলেন এবং কোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপে জড়িত ছিলেন না। তিনি দাবি করেন, মানিককে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই তাঁকে মামলায় জড়ানো হয়েছে।
এলাকাবাসী দাবি করেন, মানিকের পরিবারের আর্থিক অবস্থা স্বচ্ছ এবং তার জামাতা বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত, তাই তাঁর ডাকাতির সঙ্গে সম্পৃক্ততার কোনো যৌক্তিকতা নেই।
মানববন্ধন থেকে বক্তারা শহীদুল ইসলাম মানিকের দ্রুত মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। একইসঙ্গে পুলিশ প্রশাসনের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান স্থানীয়রা।
একুশে সংবাদ//বা.ব.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :