AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজাপুরে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন



রাজাপুরে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

ঝালকাঠির রাজাপুর উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির ‘ভুতুড়ে বিল’ ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার নৈকাঠি এলাকায় খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা অভিযোগ করেন, প্রতিমাসে বিদ্যুৎ বিলের মধ্যে অস্বাভাবিক তারতম্য দেখা যায়। কখনো বিল অস্বাভাবিকভাবে বেশি আসে, আবার বিলের সঙ্গে বিভিন্ন চার্জ—যেমন ডিমান্ড চার্জ, মিটার ভাড়া—সংযুক্ত করা হয়, যা গ্রাহকদের বোঝা কষ্টকর।

স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, “আমরা নিজেরা টাকা দিয়ে মিটার কিনেছি, অথচ আমাদের কাছ থেকে সেই মিটারের ভাড়াও নিচ্ছে পল্লী বিদ্যুৎ। এটা কীভাবে সম্ভব?”

অন্য বক্তারা বলেন, “আমাদের কোনো মাসের বিলের সঙ্গে অন্য মাসের মিল থাকে না। এমনকি কোনো পূর্ব ঘোষণা ছাড়াই অতিরিক্ত বিল পাঠিয়ে দেওয়া হয়, যা সাধারণ গ্রাহকদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।”

বক্তব্য রাখেন স্থানীয়রা জাকির, রাকিব, দেলোয়ার হোসেনসহ আরও অনেকে। তারা পল্লী বিদ্যুৎ সমিতির এ অনিয়মের বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!