নওগাঁর মান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামে এক কৃষকের কলা বাগানে হামলার ঘটনা ঘটেছে। এতে ১৬০টি কলা গাছ কেটে ফেলায় প্রায় দুই লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন ওই কৃষক।
ভুক্তভোগী কৃষক খোরশেদ আলী তাগাদগিরি জানান, তিনি গোবিন্দপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে রাজু আহম্মেদের ১০ কাঠা জমি বর্গা নিয়ে বিগত ৪-৫ বছর ধরে কলা চাষ করে আসছিলেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ তার বাগানে গিয়ে ১৬০টি কলা গাছ কেটে দেয় একই গ্রামের মৃত ছবের আলীর ছেলে আহসান হাবিব জিয়া।
জানা গেছে, কিছুদিন আগে জমি নিয়ে ছোটখাটো একটি বাকবিতণ্ডার ঘটনা ঘটে খোরশেদ আলী ও জিয়ার মধ্যে। এই ঘটনার জের ধরেই জিয়া গাছগুলো কেটে দেন বলে অভিযোগ।
বুধবার বিকেলে সরেজমিনে গেলে, অভিযুক্ত জিয়ার মা আনোয়ারা বেগম বলেন, “আমার ছেলে রাগ নিয়ন্ত্রণ করতে না পারায় গাছগুলো কেটে ফেলেছে। কৃষক যা করার করবে।”—এমন দাম্ভিক মন্তব্য করেন তিনি। তবে অভিযুক্ত জিয়াকে এলাকায় পাওয়া যায়নি, ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, “আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ভুক্তভোগী কৃষক দৃষ্টান্তমূলক শাস্তি ও আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছেন।
একুশে সংবাদ/বিএইচ