বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করেছে উপজেলা ও পৌর বিএনপি। সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি নব্বইরশী বাসস্ট্যান্ড ঘুরে শেষ হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন বাগেরহাট জেলা বিএনপির নেতা কাজী খায়রুজ্জামান শিপন। এতে অংশ নেন উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, সহযোগী সংগঠনের নেতা ও নবনির্বাচিত ইউনিয়ন কমিটির সভাপতি ও সম্পাদকগণ।
শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে কাজী খায়রুজ্জামান শিপন বলেন, “বাংলা নতুন বছরে আমরা আশাবাদী—প্রিয় মাতৃভূমিতে গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠা পাবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি আগামী বছর রাষ্ট্রীয়ভাবে নববর্ষ উদযাপন করবে—এই হোক আমাদের অঙ্গীকার।”
তিনি আরও বলেন, “আজকের এই আনন্দের মধ্যেও আমরা বিশ্বমানবতার পাশে আছি। ফিলিস্তিনের গাজায় নিপীড়িত মানুষের প্রতি আমরা একাত্মতা জানাই।”
শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিলন, ফকির রাসেল আল ইসলাম, সামাদ ফকিরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :