পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। ধর্ম,জাতি,বর্ণ নির্বিশেষে সকল বাঙালি এই দিনটি পালন করে থাকেন। পহেলা বৈশাখ শুধু একটি উৎসব নয়, বরং এটি বাঙালি জাতির ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। ১৪৩২ বাংলা সনের-এ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে -এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ`র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রিজওয়ানা রশিদ, কালীগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, সমবায় কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ভূইয়া।
এসময় আরোও উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, সমাজ সেবা কর্মকর্তা আফরোজা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, উপজেলা জামায়াতের নায়েবে আমীর হাজী আফতাব উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারী মো. আনিস, শিক্ষক প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, সাংবাদিক ও প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণসহ প্রমুখ।
প্রাচীনকাল থেকেই বাঙালিরা নববর্ষ উদযাপন করে আসছে। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর `পহেলা বৈশাখ` জাতীয় উৎসবে পরিণত হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি উদযাপন করা হবে। এই দিনে বাঙালিরা তাদের ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। `পহেলা বৈশাখ` বাঙালি জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
সভায় আগামী পহেলা বৈশাখ কিভাবে সুন্দর ভাবে পালন করা যায় সে ব্যাপারে উপস্থিত অতিথিবৃন্দ মতামত তুলে ধরেন এবং তৎসংক্রান্ত বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়। অতিথিদের মতামতের ভিত্তিতে সভায় নানা সিদ্ধান্ত গৃহিত হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :