নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুব সমাজের উদ্যোগে আগারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মক্তবের শিক্ষার্থীদের ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে আগারপাড়া সামাজিক ঈদগাহ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার ও আনন্দ টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি রাসেল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, এ্যাড. আলম খাঁন, আগারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি, মোঃ আমিরুল ইসলাম, মোঃ হেলাল উদ্দিন, বিচারক মন্ডলী মুফতী মোনায়েম বখতিয়ার, মাওলানা মুমিনুল ইসলাম, ক্বারী আব্দুল মাজেদ, মাওলানা শফিকুল ইসলামসহ অভিভাবক শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় শিক্ষার্থীদের কোরআন তিলাওয়াত, ইসলামী সংগীত, দুআ-মাসআলা, ঈদের জামায়েত প্রদর্শনী, জানাযার নামায প্রদর্শনীসহ ইসলামিক বিভিন্ন দিক নির্দেশনা মূলক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া অসহায় দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা ও খাবার বিতরণ করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
    
                        

                                        
                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
