ঝালকাঠির রাজাপুর গ্রামের উত্তর পিংরি কমিউনিটি ক্লিনিকের ভেতরের মেজে থেকে ৩৫ টি বিষধর সাপের ডিম উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) সকালে ক্লিনিকের ফ্লোর সংস্কারের জন্য খোঁড়া হলে বিষধর সাপের ৩৫টি ডিম উদ্ধার করা হয়। মা সাপসহ আরও সাপ আশেপাশে রয়েছে এমন শঙ্কায় ওই এলাকায় সাপের আতঙ্ক বিরাজ করছে।
সাপের ডিম দেখতে উৎসুক জনতা ভীড় জমান। সংস্কার কাজের শ্রমিকরা জানান, ফ্লোরের ইট বের করার পর একটি গর্তের মধ্যে ৩০-৩৫টির মত বিষধর সাপের ডিম দেখতে পান করে সেগুলো বের করে সামনে মাটির নিচে চাপা দিয়ে রাখা হয়।
শ্রমিকটা এখনো সাপের আতঙ্কে রয়েছেন। উত্তর পিংড়ি কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা (সিএসসিপি) মুক্তা রানী দাস জানান, কমিউনিটি ক্লিনিকটির ফ্লোর ভাঙ্গা থাকার কারণে দীর্ঘদিন ধরেই সাপের উপস্থিতি টের পেতেন তারা। মাঝেমধ্যে বিষধর সাপের গন্ধও পেতেন। এ কারণে তারা সাপের আতঙ্কে ছিলেন। ক্লিনিক সংস্কারের জন্য ফ্লোরের ভাঙা ইট শুড়কি সরালে ৩৫টির মতো বিষধর সাপের ডিম দেখতে পান। কয়েকটি ডিম ভাঙ্গার পর তার মধ্যে সাপের বাচ্চা দেখতে পান। বর্তমানে ক্লিনিক এর সামনের একটি ফাঁকা জায়গায় ডিম গুলো মাটি চাপা দিয়ে রাখা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

