AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধনবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে মিছিল-ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ



ধনবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে মিছিল-ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সারাদেশে বেড়ে চলা ধর্ষণের ঘটনার বিরুদ্ধে ফুঁসে উঠেছে ধনবাড়ী উপজেলার সর্বস্তরের সাধারণ  শিক্ষার্থীবৃন্দ। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মঙ্গলবার  (১১ মার্চ)  দুপুর ২ টার সময় ধনবাড়ীতে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

ধনবাড়ীর সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীবৃন্দের আয়োজনে দুপুর ২ টায় ধনবাড়ী উপজেলার কেন্দ্রীয় ঈদগা মাঠে   শিক্ষার্থীরা জড়ো হন। প্রতিবাদী শ্লোগানে মুখরিত হয়ে ওঠে ঈদগাহ চত্বর। এরপর মিছিলটি ধনবাড়ীর মেইন মেইন রোড প্রদক্ষিণ করে পুনরায় ঈদগাহ চত্বরে ফিরে আসে এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিক্ষার্থীরা একসঙ্গে গর্জে ওঠেন “ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই!” “আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই!” “একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর!”

সমাবেশে শিক্ষার্থী নাদিয়া বলেন, "আমরা দেশের নারীরা আজ নিরাপদ নই। প্রতিদিন টিউশনি শেষে রাস্তায় আমাদের নানা রকমের হয়রানির শিকার হতে হয়। রিকশাওয়ালা পর্যন্ত আমাদের টিজ করে! আমরা এমন দেশ চাই না। আমরা চাই, ধর্ষকদের দ্রুত চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।"

ধনবাড়ীর সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদেরা বলেন, "ধর্ষণ শুধু একটি মেয়ের শারীরিক ক্ষতি করে না, মানসিকভাবেও তাকে ধ্বংস করে দেয়। ধর্ষিতা নারীরা প্রতিটি দিন দুঃসহ যন্ত্রণায় কাটান। আমরা চাই, সরকার দ্রুত ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুক, নইলে জনগণ নিজেরাই শাস্তির দায়িত্ব নেবে!"

ধর্ষণ বিরোধী  বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী হাফেজ খায়রুল ইসলাম (মুন্সি)  বলেন, "এই মুহূর্তে সবচেয়ে জরুরি আমাদের বোনদের,মেয়ে দের নিরাপত্তা নিশ্চিত করা। নারী যখন রাজপথে নেমে আসে, তখন সে একশত পুরুষের সমান ভূমিকা পালন করে। আমরা চাই, এই প্রতিবাদ যেন সবার কণ্ঠে ছড়িয়ে পড়ে, এবং ধর্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।"

সমাবেশে বক্তারা সরকারকে সতর্ক করে বলেন, ধর্ষকদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশের সাধারণ জনগণই নিজের হাতে বিচারের দায়িত্ব তুলে নেবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!