AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারীপুরে আদালত প্রাঙ্গণে বাদীকে আসামি পক্ষের লোকজনের মারধর


Ekushey Sangbad
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
০৬:৪৭ পিএম, ১১ মার্চ, ২০২৫

মাদারীপুরে আদালত প্রাঙ্গণে বাদীকে আসামি পক্ষের লোকজনের মারধর

মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার বাদীকে এলোপাতাড়ি মারধর করার অভিযোগ উঠেছে আসামি পক্ষের লোকজনের বিরুদ্ধে। এসময় তাকে প্রাণনাশের হুমকিও দেন হামলাকারীরা। মামলার বাদী আহত মোঃ রাকিব মুন্সি (২৫) শিবচর উপজেলার বন্দরখোলা এলাকার বাসিন্দা।

সোমবার (১০ মার্চ) দুপুর আড়াইটার দিকে মাদারীপুর আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার বিকেলে মাদারীপুর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী রাকিব মুন্সি।

হামলার শিকার রাকিব মুন্সি বলেন, প্রায় নয় মাস পূর্বে আখী আক্তারকে প্রেমের প্রলোভন ও ভয় দেখিয়ে তুলে নিয়ে বিয়ে করে হেলাল মুন্সি। এরপর গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে আমার ছোট বোন আখি আক্তার (২০) হত্যা করে দ্রুতগতির ট্রেনের সাথে ধাক্কা দিয়ে ব্রীজের নিচে ফেলে দেয়। পরিকল্পিতভাবে হত্যা করার কারনে রাজবাড়ী রেলওয়ে থানায় মামলা দায়ের করি। আজ উক্ত মামলার ধার্জ তারিখ ছিল আদালতের কার্যক্রম শেষ করে আড়াইটার দিকে জর্জকোর্ট এর গেটের সামনে আসামিরা আমাকে এলোপাথারী কিল-ঘুষি, লাথি মেরে রক্তাক্ত করে । এসময় কোর্টে আশে-পাশের লোকজন এগিয়ে আসলে আমি প্রাণে রক্ষা পাই। এসময় মামলা তুলে না নিলে আমাকে প্রাণনাশের হুমকিও দেন হামলাকারীরা।

রাকিব মুন্সি বলেন, তিন জন আসামীর মধ্যে পুলিশ মাত্র একজন আসামীকে আটক করেছে। বাকী আসামীরা প্রভাবশালী হওয়ায় আমাকে ও আমার পরিবারের লোকজনদের ভয়-ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিচ্ছে আসামি পক্ষের লোকজন। এখন আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় আছি। দ্রুত বিচার আইনে বোনের হত্যার বিচার চাই।

নিহতের পরিবারকে হুমকি ব্যাপারে হত্যা মামলার আসামিদের বক্তব্য জানতে তাঁদের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

রাজবাড়ী রেলওয়ে থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ খায়রুজ্জামান সিকদার বলেন,  আমরা প্রধান আসামী মোঃ হেলাল মুন্সীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি। বাকিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।


একুশে সংবাদ// এ.জে

Shwapno
Link copied!