নওগাঁর নিয়ামতপুরে নাশকতা মামলায় ছেলেকে আটকের খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উজ্জ্বল বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (১০ মার্চ) ভোর রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়ীতে নিতে মৃত্যুবরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারী বিকেলে নিজ বাড়ি থেকে রেজাউল করিমকে পুলিশ আটক করে। নিয়ামতপুর থানায় নাশকতা মামলায় অভিযুক্ত করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। বাবার মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তি পেয়ে জানাযায় অংশ নিয়েছেন রেজাউল করিম।
তিনি রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদে ছিলেন।
নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, বাবার মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তি পেয়ে জানাযায় অংশ নেয় রেজাউল করিম। জানাযার পর আবারও তাকে কারাগারে প্রেরণ করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
    
                        

                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
