বরিশালের উজিরপুরে ইজি বাইকের চাকায় শাড়ির আঁচল পেচিয়ে গলায় ফাঁস পড়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১ মার্চ) রাতে উপজেলার চতলবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন।
নিহত সুনীতি মিস্ত্রি (৭০) উপজেলার হাউরের পাড় এলাকার সুনীল মিস্ত্রির স্ত্রী। ওসি আব্দুস সালাম ও স্বজনদের বরাতে জানান, বৃদ্ধা সুনীতি মিস্ত্রি নিজ বাড়ি থেকে ইজিবাইকে চড়ে মাদার্শী গ্রামে কন্যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।
চতলবাড়ী এলাকায় পৌঁছলে শাড়ির আঁচল ইজি বাইকের চাকায় পেচিয়ে যায়। এতে শাড়ি গলায় পেচিয়ে ফাস পড়ে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি জানান।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

