পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আজ শুক্রবার বিকাল ৪টায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বিট পুলিশিং সভায় মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওলি মিয়া।
বিশেষ অতিথি ছিলেন শালিখা থানার তদন্ত কর্মকর্তা(ওসি তদন্ত) মিলন কুমার,উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক কাজী হুমায়ুন ইউসুপ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম কিবরিয়া, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, ওয়াজেদ সরদার, সাবেক মেম্বর শাহ আলম মোল্যা,ওহিদ মোল্যা,হরিশপুর বাজার বনিক সমিতির সভাপতি রমেন সাহা,হরিশপুর দাখিল মাদ্রাসার সুপার ইমদাদুল হক,শতখালী বিট পুলিশের অফিসার এস আই মারুফ,এস আই আনোয়ার, এ এস আই মাসুদ হোসেন।হরিশপুর বাজারের শতাধিক ব্যবসায়ী, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।সভা পরিচালনা করেন শালিখা থানা এস আই আনোয়ার হোসেন।
প্রধান অতিথি শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া বলেন, মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন,আত্মহত্যা,চুরি ছিনতাই,ডাকাতি,লসামাজিক কোন্দল,জমি-জমার ঝামেলার মতো অপরাধ দমনে সকলকে সর্বোচ্চ সহযোগিতা করার অনুরোধ করেন এবং সামাজিক ও বিভিন্ন অরাধের বিষয়ে সচেতনামূলক কথা বলেন।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজের অসংগতি নির্মূলে অগ্রণী ভূমিকা রাখতে হবে।জুয়া ও মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য প্রশাসনের পাশাপাশি সামাজিক ব্যক্তিবর্গকে এগিয়ে আসারর আহবান জানান।
একুশে সংবাদ/ এস কে