ছবি ও চেহারা মিলিয়ে যাচাই নয়, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় যাচাই করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) দেওয়ার দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানবন্ধন করেছেন পর্দানশীন নারীরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে শহরের কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে ‘মৌলভীবাজার পর্দানশীন নারী অধিকার পরিষদ’ নামে একটি সংগঠনের আয়োজনে বিশাল মানবন্ধন অনুষ্ঠিত হয়।
পর্দানশীন নারী সংগঠনের আহবায়ক আহমদ মরিয়ম বেগম এসময় লিখিত বক্তব্যে দুই দফা দাবি তুলে ধরে বলেন, ‘বিগত ১৬ বছর ধরে যেসব সাবেক ইসি কর্মকর্তা পর্দানশীন নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছেন তাদের বিচারের আওতায় আনতে হবে। এসময় তারা দুই দফা দাবি পেশ করেন।
দুই দফা দাবি হলো:
১.‘পর্দানশীন নারীদের দ্বীনি অধিকার ও প্রাইভেসির অধিকার অক্ষুণ রেখে ছবি ছাড়া ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে এনআইডি ও অন্যান্য প্রয়োজনীয় পরিচয়পত্র প্রদান করা এবং এনআইডিতে মুখচ্ছবি বাধ্যতামূলক না করা।
২. পর্দানশীন নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় মহিলা অফিস সহকারী বাধ্যতামুলক করা।
একুশে সংবাদ////র.ন



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

