আওয়ামী সরকারের সকল গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে ফরিদপুরে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের জনতা ব্যাংকের মোড় থেকে এ মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এসময় তারা প্রতিবাদি স্লোগান দেয়।
পরে সেখানে বিক্ষোভকারীদের সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মশাল মিছিলে উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের প্রতিনিধি সোহেল রানা, শাহ্ মোঃ আরাফাত, জেবা তাহসিন, সাজিদ খান, ওয়ালিদ হাসানসহ আরও অনেকে।
এসময় ছাত্র মো: সোহেল রানা বলেন, আওয়ামী পন্থিরা আবারও অরাজগতা করার চেষ্টা করছে, এবার শুধু প্রতিরোধ নয়, প্রতিশোধ নেয়া হবে। জুলাই গণহত্যার সঙ্গে জড়িতরা এখনো জেলার বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন প্রান্তে ঘুরে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।
একুশে সংবাদ/বিএইচ
 
    
                        

                                        
                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
