রাজনৈতিক পটপরিবর্তন হলেও কিছু পুলিশ কর্মকর্তা গা-ছাড়াভাবের কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। প্রায় প্রতিদিনই হত্যা, অপহরণ, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকান্ড চলছে। এসব নিয়ন্ত্রণ করতে পুলিশের ঊর্ধ্বতনরা দফায় দফায় বৈঠক করছেন। ইতিমধ্যে পুলিশ সদর দপ্তরসহ বিভিন্ন ইউনিটে ব্যাপক রদবদল করা হয়েছে। তারপরেও কেন এতো গা-ছাড়াভাব পুলিশ কর্মকর্তাদের।
অভিযোগ করেছেন বাগেরহাটের মোংলা থানা পুলিশের বিরুদ্ধে হালিমা আক্তার (৩০)। তিনি বাগেরহাটের মোংলা সিগনাল টাওয়ার ৯নং ওয়ার্ডের জলিল মাতুব্বরের মেয়ে। তার অভিযোগ বাগেরহাট মোংলা থানার পোর্ট সিগনাল টাওয়ার ৯নং ওয়ার্ডের সাতজনের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন- ১। ফাতেমা আক্তার বকুল (৪০) স্বামী-মিজানুর রহমান, সাং-সিগনাল টাওয়ার, ২। মোঃ সৈকত আকন (২০) পিতা- কাওসার আকন, ৩। মোঃ কাওসার আকন (৪০), পিতা-আঃ জব্বার আকন, ৪। আঃ রহিম ক্যাশিয়ার (৩০) পিতা-শহিদ ক্যাশিয়ার, ৫। মোঃ শহিদ ক্যাশিয়ার (৬০) পিতা-মৃত আব্দুল হক, ৬। পারভিন বেগম (৩৫) স্বামী- কাওসার আকন, সাং-সিগনাল টাওয়ার, (ভেরিবাধ) ৭। কামরুল চৌকিদার (৪০) রুহুল আমিন
হালিমা আক্তারের অভিযোগ আসামীরা অত্যন্ত উশৃঙ্খল, দাঙ্গাবাজ, চরিত্রহীন, পর-নারী লোভী, বদ-মেজাজী, দূর্দান্ত খারাপ প্রকৃতির, আইন অমান্যকারী মানুষ ।
মোংলা থানার এস আই অভিযোগের দায়িত্বে থাকা মোঃ হাবিবুল্লার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন দুই পক্ষের দুইটা অভিযোগ মোংলা থানায় জমা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :