ময়মনসিংহ জেলার গৌরীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাজ্জাদুল হাসান।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৮টায় গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তন হল রুমে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রথমে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পুস্পমাল্য ও ক্রেস্ট দিয়ে প্রেমক্লাবে বরন করে নেয়া হয়।
এতে অংশ নেন প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন,সাধারন সম্পাদক শেখ বিপ্লব,সাবেক সভাপতি কমল সরকার, বেগ ফারুক আহাম্মেদ, সাবেক সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাবেক সাধারন সম্পাদক সুজিত দাস, আনোয়ার হোসেন শাহীন, সহ-সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, কোষাধ্যক্ষ শামীম খান, সাহিত্য সম্পাদক ওবায়দুর রহমান, সাংবাদিক ফারুক আহাম্মদ, আরিফ আহাম্মেদ প্রমুখ।
মতবিনিময় সভায় গৌরীপুর উপজেলার বিভিন্ন সমস্যা ও তার সমাধানের জন্য আলোচনা করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :