নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় সাতশত অবৈধ আবাসিক চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কতৃপক্ষ।
বুধবার (২২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত আতলাশপুরসহ ৩ কিলোমিটারে প্রায় ৫০০টি বাড়ির ৭ শত আবাসিক চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সহকারী সিনিয়র কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোনাববর হোসেন, আবিবি রূপগঞ্জ ও আবিবি সোনারগাঁ শাখার কমকর্তা কর্মচারী ও বিপুল সংখ্যক পুলিশ কমকর্তারা।
এ সময় তিতাস কতৃপক্ষরা বলেন, রূপগঞ্জে বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা অব্যাহত আছে। যেখানে অবৈধ গ্যাস সংযোগের খবর পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :