প্রায় ২ ঘণ্টা ৩০ মিনিট দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে ফেরি চলাচল চালু হয়।
এর আগে সকাল ৭টা ৩০ মিনিটের দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কারণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো দৃশ্যমান না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে, দৌলতদিয়া- পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচলও স্বাভাবিক হয়েছে। বর্তমানে এই নৌপথে ১৬টি লঞ্চ চলাচল করছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক, মো. সালাহউদ্দিন জানান, কুয়াশা কেটে যাওয়ার পর সকাল ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্নে চলছে।
একুশে সংবাদ//যু//র.ন



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

