AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
বর্ণাঢ্য র‍্যালি-সমাবেশ

শ্রীমঙ্গলে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত



শ্রীমঙ্গলে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

এ উপলক্ষে বুধবার দুপুরে শ্রীমঙ্গল শহরের সাগরদিঘী রোড থেকে শ্রীমঙ্গল উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের হবিগঞ্জ রোড, চৌমহনাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডে এসে  শেষে সমাবেশের মাধ্যমে শেষ হয়।  

শ্রীঙ্গমল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুস শহিদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন আহ্বায়ক জালাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জাহিদ, পৌর ছাত্র দলের সদস্য সচিব গোলাম সারোয়ার রিমন ও কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুমন আহমেদ প্রমুখ।

এ সময় নেতাকর্মীরা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে আমরা কোনো কর্মসূচি পুলিশ ও ছাত্রলীগের মামলা-হামলা ছাড়া করতে পারিনি। ফলে দীর্ঘ সময় পর বাধাহীন ও স্বাধীনভাবে এই কমসূচি পালিত হওয়ায় নেতাকর্মীরা ভয়হীনভাবে উপস্থিতি হয়েছে। এটাই বাকস্বাধীনতা ও গণতন্ত্রের প্রকৃত রূপ।  

নেতাকর্মীরা আরও বলেন, আগামীতে দেশের যে কোনো প্রয়োজনে যেমন অগ্রগামী থাকবে ছাত্রদল তেমনি সব অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদী কন্ঠস্বর হয়ে রাজপথেও থাকবে নেতাকর্মীরা।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!