ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত অবস্থায় এক চিকিৎসকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে কর্মবিরতি, কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চিকিৎসকরা।
সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১ টায় হাসপাতাল চত্ত্বরে জেলা বিএমএ শাখা ও ফরিদপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির আয়োজনে প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।
এর আগে গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে হামলার শিকার হোন হাসপাতালটির চিকিৎসক ও মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহীন আক্তার জোদ্দার। কর্তব্যরত অবস্থায় হাসপাতালের ট্রমা বিভাগ থেকে সিঁড়ি দিয়ে নিচের নামার সময় মোত্তাকিন (২০) নামে এক ইন্টার্ন নার্স তাকে ধাক্কা দেয়। এ ঘটনার জেরে আধাঘন্টা পরেই বহিরাগতদের নিয়ে চিকিৎসকের ওপর হামলা চালায় মোত্তাকিন।
এ ঘটনায় মামলা হলে মূল অভিযুক্তের বাবা ও মাসহ তিনজনকে আটক করে পুলিশ। তবে মূল অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় হতাশা ব্যক্ত করে এ কর্মসূচি পালন করেন।
তারা বলেন, হামলার আজ এক সপ্তাহ পার হয়ে গেলেও মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পারিনি পুলিশ। আমরা অতিদ্রুত তাকে গ্রেপ্তারের দাবি জানাই।
এতে বক্তব্য রাখেন, হাসপাতালটির পরিচালক মো. হুমায়ন কবির, মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. স্বপন কুমার বিশ্বাস, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার মোর্শেদ (ক্যান্সার বিশেষজ্ঞ), সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) মো. ফারুক আহমেদ, ডা. সানিয়াত জামান (বার্ণ ও প্লাস্টিক সার্জারি) প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :