আগামী ৫ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে গোয়ালন্দ মোড় বিএনপির আঞ্চলিক কার্যালয়ে রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ সভা আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. সোহেল প্রামাণিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্যারিস হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া। এছাড়া আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব মো. শাহীনুর রহমান শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরজান হোসেন আজাদ, সোহেল রানা, আতিয়ার রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন পাটোয়ারী এবং সদস্য আব্দুর রব সুমন, টোকন মিয়া, মোশাররফ হোসেন রুবেল প্রমুখ।
বক্তারা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন এবং দলের ঐক্য ও শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি চলছে।
একুশে সংবাদ//র.ন
    
                        

                                        
                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
