AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রামগঞ্জে নোংরা  ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি করায় হোটেল মালিকের জরিমানা


Ekushey Sangbad
মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ, লক্ষ্মীপুর
০৬:০৮ পিএম, ১৩ ডিসেম্বর, ২০২৪

রামগঞ্জে নোংরা  ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি করায় হোটেল মালিকের জরিমানা

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়ে লক্ষ্মীপুরের রামগঞ্জে হোটেল মালিককে জরিমানা করা হয়েছে।

আজ সকালে  নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনের নেতৃত্বে সোনাইমুড়ি সড়কের কাজী হোটেলে অভিযান পরিচালনা করা হয়। পরে হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে রামগঞ্জ মেইন সড়কের আয়েশা রেস্টুরেন্টের মালিককেও বিভিন্ন অনিয়মের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে হোটেলটি পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন এবং পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আলমগীর কবির। 

অভিযানে কাজী হোটেলটির নোংরা পরিবেশের প্রমাণ পাওয়ায় এর কার্যক্রম এক সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দেন নির্বাহী কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

নাগরিকদের খাবারের মান নিয়ে কোনো আপস নয়, এমন প্রত্যাশা নিয়ে স্থানীয়রা ভ্রাম্যমাণ আদালতের এ কার্যক্রমের প্রশংসা করেছেন। 

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!