AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৮ মে, ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিরোজপুরে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা খালাসে বিএনপির আনন্দ র‌্যালী


Ekushey Sangbad
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর
০৯:৪৫ পিএম, ১২ ডিসেম্বর, ২০২৪

পিরোজপুরে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা খালাসে বিএনপির আনন্দ র‌্যালী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পিরোজপুরে দায়ের হওয়া মিথ্যা মামলা থেকে খালাসে আনন্দ র‌্যালী করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার বিকালে জেলা বিএনপি ও অংগ সংগঠনের উদ্যোগে জেলা বিএনপির দলীয় কার্যালয় আনন্দ র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শহরের সিও অফিস মোড়ে গিয়ে শেষ করে। পরে সেখানে পথ সভা অনুষ্ঠিত হয়।

পথ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক বলেন, ছাত্র রাজনৈতিক কর্মী সকলের মিলিত প্রচেষ্টায় দীর্ঘ ১৬টি বছর তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলনের আমরা সূচনা করেছি, সেই আন্দোলনের কারনে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আওয়ামী লালিত গুন্ডা বাহিনী আইনজীবীর নামে লুটেরা মক্কেলকে বিভিন্ন রকম হয়রানী কারী চোর বাটপার আইনজীবী সমিতির তথা কথিত সদস্য তারা আমাদের প্রিয় নেতা শহীদ রস্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রক্ত আর রাজনীতির উত্তরাধীকার তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা রাস্ট্রদ্রোহীতার মামলা দায়ের করেছে। সেই মামলা থেকে আদালত তাকে অব্যাহতি দিয়েছেন।

এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!