নিরাপদ সড়ক চাই নিসচা জুড়ী উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১ ডিসেম্বর) বিকালে জুড়ী উপজেলা সদরের বীর মুক্তিযোদ্ধা এম এ মুমীত আসুক চত্বরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নিসচা জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক জহিরুল ইসলাম সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন নিসচা জুড়ী উপজেলা শাখার সহ-সভাপতি সিরাজুল ইসলাম জসীম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ফখরুল আবেদীন রুবেল, অর্থ সম্পাদক জসীম উদ্দিন, সমাজ সেবা ও ক্রীড়া সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল ইসলাম, অফিস সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, জাহিদ হাসান জমির, শাহীন আহমদ প্রমুখ।
এছাড়াও নিসচার সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিবহন শ্রমিকসহ বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :