‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ শ্লোগানে ফরিদপুরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা সমবায় অফিসার আলম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াছীন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহউদ্দিন , আঞ্চলিক সমবয় শিক্ষায়তনের অধ্যক্ষ নূর মোহাম্মদ মামুন, মোঃ ফারুক হোসেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সমবায়ী অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু, শতনীড় মাল্টিপারপাস কোঅপারেটিভ সমবায় সমিতির নির্বাহী পরিচালক জাহাঙ্গীর হোসেন, নীল স্বপ্ন সমবায় সমিতির সভাপতি নাজিম উদ্দিন লেলিন, ইভা মাল্টিপারপাস সমবায় সমিতির সভাপতি অরূপ চক্রবর্তী , চৈতি বহুমুখী সমবায় সমিতির সভাপতি সালমা খানম। অনুষ্ঠান পরিচালনা করেন সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
সভায় বক্তারা বলেন সমবায়রা পারে দেশের মানুষকে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত করতে সহযোগিতা করতে পারে।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

