ফরিদপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।ফরিদপুর জেলা যবদলের সভাপতি রাজিব হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ মোদাররেস আলী ইসা এবং এ ফ্রী মেডিকেল ক্যাম্প এর উদ্ভোবক ড্যাবের ফরিদপুর জেলা শাখার সভাপতি ও হার্ট বিশেষজ্ঞ অধ্যাপক ডা মো মোস্তাফিজুর রহমান শামীম।
রোববার ( ২৭ শে অক্টোবর) সকাল সাড়ে ১০ টা থেকে ফরিদপুর প্রেস ক্লাবের মাঠে দিনব্যাপী এ ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে শতাধিক জনগণকে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ ফ্রী মেডিকেল ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, দেলোয়ার হোসেন দিলা, বিএনপি নেতা ফাত্তাহ উল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাম্মেল হোসেন মিঠু সহ জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
এছাড়াও সেখানে ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

