নওগাঁর মান্দায় ট্রাক্টরের ধাক্কায় মেছের আলী মন্ডল (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের বালুডাঙ্গা বাজার মোড়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যান চালক উপজেলার মৈনম ইউনিয়নের দক্ষিণ মৈনম সাহপাড়া (খলিশাকুড়ি বাজার সংলগ্ন) গ্রামের মৃত মকবুল আলী মন্ডলের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিহত মেছের আলী মন্ডল তার স্ত্রী রোজিনা খাতুন (৩৫) কে সাথে নিয়ে অযোধ্যাপাড়া কমিউনিটি ক্লিনিকে ওষুধ নিতে যান। ওষুধ নিয়ে ফেরার পথে বালুডাঙ্গা মোড়ের অদূরে পানিশাইল হতে সতীহাট গামী একটি ট্রাক্টর ভ্যানকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন ভ্যানচালক মেছের আলী। অপরদিকে নিহত মেছের আলী মন্ডলের স্ত্রী রোজিনা খাতুন আহত হয়েছেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

