AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মধ্যনগরে পূজা মণ্ডপ পরিদর্শনে ছাত্রদল আহ্বায়ক মিজানুর


Ekushey Sangbad
মধ্যনগর উপজেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
০৪:৩৩ পিএম, ১২ অক্টোবর, ২০২৪

মধ্যনগরে পূজা মণ্ডপ পরিদর্শনে ছাত্রদল আহ্বায়ক মিজানুর

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের ১১ টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন, মধ্যনগর উপজেলার ছাত্র দলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু। তার প্রয়াত বাবার আদর্শ ধরে রাখতে সকলের সাথে সুসম্পর্ক অটুট রেখে ঐ এলাকার শান্তি শৃঙ্খলা এবং সামাজিক বন্ধন অটুট রাখতে সকলের আশীর্বাদ ও সহযোগিতা ও পরামর্শ কামনা করেছে। মিজানুর রহমান মিনু এসময় বলেন, আমার বাবা আপনাদের সুখে দুঃখে সারাজীবন ছিলেন। সেই সুবাদে আমি ও আমার পরিবার আপনাদের পাশে আছি থাকব ইনশাআল্লাহ।

সদর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান তথা সুপরিচিত ও রাজনৈতিক সামাজিক শালিসি ব্যক্তিত্ব ও ক্রীড়ামোদী মরহুম আব্দুল লতিফ তালুকদার, তিনি দলমত নির্বিশেষে সকলের শান্তি শৃঙ্খলা এবং মধ্যনগরের উন্নয়ন সামাজিক ন্যায় বিচারের একজন উজ্জ্বল দৃষ্টান্তকারী গুণীজন ছিলেন, সেই ধারাবাহিকতায় আজ দেশের চলমান পরিস্থিতিতে। মধ্যনগর উপজেলার সনাতন ধর্মাবলম্বী মানুষের দুর্গা পূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে,কেন্দ্রীয় নির্দেশনা মতে মোঃ মিজানুর রহমান মিনু ৯ অক্টোবর বুধবার থেকে শনিবার পর্যন্ত,পূজা মণ্ডপে মণ্ডপে গিয়ে সব ধরনের খুঁজ খবর নেন।  হিন্দু ধর্ম প্রান ভক্তদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। 

পরিশেষে শনিবার বিজয়া ১০ মী‍‍`র দিনে সদর ইউনিয়নের গলহা ও নিয়ামতপুর পূজা মণ্ডপ  পরিদর্শন করেন,সেই সাথে হিন্দু পূজারীদের সাথে কৌশল বিনিময় করেন। এছাড়াও বলেন যে আমার বড় ভাই উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ূম মজনু শারীরিক অসুস্থ থাকায়, তার জন্য সকলের নিকট দোয়া চাই। অতঃপর আপনারা সকলেই আমার জন্যও দোয়া আশীর্বাদ করবেন, আমি যেনো মরহুম বাবার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারি।


একুশে সংবাদ/ এস কে
 

Link copied!