গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নিজ বাড়ির সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ্বীপ চন্দ্র মহন্ত (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলার ফরিদপুর ইউনিয়নের মীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দ্বীপ চন্দ্র ওই গ্রামের পন্ডিত চন্দ্র মহন্তের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার মো. শফিকুল ইসলাম ওরফে লাল চাঁন মিয়া।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, দুপুরে নিজ বাড়ির একটি ঘরে বৈদ্যুতিক সংযোগ দেয়ার সময় অসাবধানতা বশতঃ দ্বীপ চন্দ্র বিদ্যুৎপুষ্ট হন।এমতবস্থায় তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

