ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় রশিদপুরা খাল থেকে অর্ধ গলিত এক মহিলার মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। সোমবার সন্ধ্যার পরে ঘারুয়া ইউনিয়নের রশিদপুরা খাল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করেন।
মরদেহটি ওই গ্রামের খলিল খাঁর স্ত্রী বুদ্ধি প্রতিবন্ধী কমলা বেগমের(৪৫)। স্থানীয়দের প্রাথমিক ধারণামতে গোসল করতে গিয়ে সে আর উঠতে পারেন নাই। পুলিশের ধারণাও একই বলো জানান।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুদ্ধি প্রতিবন্ধী কমলা বেগম ভিক্ষাবৃত্তি করে চলে। সম্ভবত গোসল করতে নেমে তলিয়ে গিয়ে আর উঠতে পারে নাই। তিন দিন পর নুরু হাওলাদারের বাড়ির সামনে খাল থেকে মরদেহটি ভেসে উঠলে স্থানীয়দের চোখে পড়ে। পরে পুলিশকে খবর দিলে স্থানীয়রা কমলা বেগমের মরদেহ বলে সনাক্ত করেন।
বুদ্ধি প্রতিবন্ধী থাকায় এলাকায় তার কোন শত্রু নাই বলে প্রতিবেশীরা জানান। তাদের ধারণা গোসল করতে গিয়ে ডুবে মারা যায়।
এ ঘটনায় তদন্তকারী অফিসার এসআই খালেদ জানান, এই রশিদপুরা গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী কমলা বেগমের অর্ধ গলিত ফুলে যাওয়া মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা গোসল করতে গিয়েই ডুবে মারা যান। তারপরও আমরা সুরতহাল করে মর্গে প্রেরণ করা হবে।
একুশে সংবাদ/এনএস
    
                        

                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
