AB Bank
ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
০৪:১৯ পিএম, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের এক আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তারের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হয়ে তার হাতে এই স্মারকলিপি দেন তারা।

এসময় ব্রাহ্মণহাতা গ্রামের সজিব নামের এক যুবক অভিযোগ করে বলেন, আমাদের এলাকার খুনী, হত্যাকারী, দাঙ্গা ফ্যাসাদ সৃষ্টিকারী, উশৃংখল ও চিহ্নিত মাদক ব্যবসায়ী অলি মুন্সি। আওয়ামী লীগের সভাপতি অলি মুন্সির বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। ছাত্রজনতার গণঅভ্যূত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশের সৃষ্টি হলেও এই অলি মুন্সি তার অত্যাচার অব্যাহত রেখেছে। তাকে আইনের আওতায় আনতে আমরা গত সপ্তাহে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলাম। কিন্তু তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।

সাব্বির নামের একজন বলেন, সে আওয়ামী লীগের সভাপতি হওয়ার সুবাদে তার সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম সহ ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বেপরোয়া যে তাদের বিরুদ্ধে কেহ মুখ খুলিয়া কোন কথা বলার সাহস পায় না। যদি তাদের বিরুদ্ধে কেউ কোন কিছু বলে, তাহলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন ধরনের হয়রানী সহ চাঁদা আদায় করে নাজেহাল করেছে। এখন সময় এসেছে তার বিচারের।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম তাদের স্মারকলিপি গ্রহণ করে ব্যবস্থা গ্রহণের আশ্বস্ত করেন।এসব অভিযোগের ব্যাপারে অভিযুক্ত অলি মুন্সির মুঠোফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।

একুশে সংবাদ/ এস কে

Link copied!