AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও জনগনের পাশে থাকবো -সিংগাইরে মন্দির পরিদর্শন এসে মেজর জেনারেল মঈন খান


দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও জনগনের পাশে থাকবো  -সিংগাইরে মন্দির পরিদর্শন এসে মেজর জেনারেল মঈন খান

সাভার সেনানিবাসের জিওসি মেজর জেলারেল মোঃ মঈদ খান বলেছেন,দেশের সকল মানুষ সমান অধিকার ভোগ করবে। এখানে কেউ ছোট না আবার কেউ বড় না,সবাই সমান।আমরা দেহের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণ করে যাবো। আমরা দেশের জনগনের পাশেই আছি এবং থাকবো।

সোমবার (১২ আগষ্ট)  সকাল সাড়ে ১১ টার দিকে মানিকঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ এলাকার নাজিরপুর গ্রামে রাধা গোবিন্দ জিউর আখড়া মন্দির পরিদর্শন ও এলাকার হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মানুষের সাথে মত বিনিময় কালে মেজর জেনারেল মোঃ মঈন খান এসব কথা বলেন । 
     
তিনি আরো বলেন,  দেশটা আমাদের সবার তাই সবাই দেশপ্রেম নিয়ে এই দেশটাকে গড়ে তুলতে হবে। অপরাধী যেই হোক কোন ছাড় পাবে না। কেউ গুজবে কান দিবেন না। দয়া করে কেউ কোন ষড়যন্ত্রে পা দিবেন না। সবাই মিথ্যা প্রচার ও গুজব হতে বিরত থাকবেন।পুলিশ থানায় কাজ শুরু করেছে,সিভিল প্রশাসন আছে আপনাদের সেবায় আর আমরাও আছি। যে কোন প্রয়োজনে আপনাদের পাশে সেনাবাহিনীর আছে ও থাকবে।

এ সময় সিংগাইর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইতি রানী সাহা বলেন,আমাদের উপজেলা সহ জেলায় কোন সম্প্রদায়িক হিংসা বা হামলার ঘটনা ঘটে নাই। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা যা হয়েছে তা অনেকটাই ব্যক্তিগত  স্বার্থ বা শত্রুতা থেকে হয়েছে।আমাদের এলাকায় মুসলিম ভাইয়ে সদা-সর্বদা আমাদের পাশেই ছিলেন। তারা মন্দির পাহারা দিয়েছে এবং এখনও আমাদের পাশেই আছে। কেউ কেউ অযথা গুজব রটিয়ে পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। আমরা হিন্দু-মুসলিম ভাই ভাই । আমরা আগেও যে সম্প্রীতি ভালবাসা নিয়ে উভয় সম্প্রদায় ছিলাম আগামীতেও সে ভাবেই থাকতে চাই।

তাছাড়া আজকে সেনা বাহিনীর এতো বড় কর্মকর্তা আমাদের খোঁজ-খবর নেয়ার জন্যে ছুটে এসেছেন ,এতে আমরা সত্যই আনন্দিত ও আশ^স্ত। নব গঠিত সরকারকে আমাদের পক্ষ হতে অভিনন্দন।

এ সময়  সেনাবাহিনীর লেঃ কর্ণেন জুনায়েত উল্লাহ শাহ্ চৌধুরী, মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার,পুলিশ সুপার  গোলাম আজাদ খান,সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু, এএসপি (সিংগাইর সার্কেল) আবদুল্লাহ আল-ইমরান, ওসি মো. জিয়ারুল ইসলাম, জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী ও সাধারণ সম্পাদক মোঃ শাহনুর ইসলাম,মন্দির কমিটির সভাপতি সুনিল ঘোষ,সাধারন সম্পাদক রাধে স্যাম সাহা,মাওলানা আবুল কালাম সহ এলাকার হিন্দু-মুসলিম সম্প্রদায় সহ সেনাকর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 

একুশে সংবাদ/এনএস

Link copied!