ক্ষমতাসীন আ’লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর সারাদেশে বিজয় উল্লাস শুরু হয়। বিজয় উল্লাস কে কেন্দ্র করে দুর্বৃত্তরা সরকারের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। হামলায় সদরপুর থানা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়, আনসার ক্যাম্প এবং উপজেলা পরিষদ চেয়ারম্যানের অফিসসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালায় দৃর্বৃত্তরা।
হামলায় ক্ষতিগ্রস্থ স্থাপনা পরিস্কার পরিছন্নতার কাজে নামেন সদরপুর উপজেলার স্কুল কলেজের সাধারন শিক্ষার্থীরা। কোটা বিরোধী ছাত্র আন্দোলনে বর্তমান প্রজন্মের জয় যেমন হয়েছে তেমনি এখন রাষ্ট্রের ব্যবস্থা পরিস্কার হওয়া উচিত মনে করেন তারা।
কেন্দ্রীয় শিক্ষার্থীদের অংশ হিসাবে ফরিদপুরের সদরপুরের সরকারি স্থাপনা ও উপজেলা শহর পরিষ্কার-পরিচ্ছন্ননতার কাজ করছে সাধারণ শিক্ষার্থীরা। এতে উপজেলার বিভিন্ন মহল শিক্ষার্থীদের কাজে স্বাগত জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা শহরের বিভিন্ন এলাকা থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, একটি সুন্দর বাংলাদেশ গড়তে হবে এবং পরিস্কার পরিছন্নতার মত দেশকে গোছাতে হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :