রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী বলেছেন, যারা বিটিভি ভবন সহ দেশের সম্পদ ধবংস করেছে তাদের ছাড় নেই। আওয়ামীলীগ শান্তির রাজনীতি করে, ধ্বংসের নয়। স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি-জামায়াত, দেশকে ধবংস করার উদ্দেশ্যে কোটাবিরোধী আন্দোলনের সুযোগ নিয়ে ৭১ এর পাক হানাদার বাহিনীর বর্বরোচিত হামলাকেও হার মানিয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে, কোটা ইস্যু নিয়ে বিএনপি-জামায়াত শিবিরের ধবংসযজ্ঞের বিষয় উল্লেখ করে দৌলতদিয়া জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে তিনি- উপরোক্ত কথা গুলো বলেন।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত শিবির স্বাধীনতাকে মেনে নিতে চায় না বলেই পূর্ব পরিকল্পিতভাবে সাম্প্রতিক কমলমতি শিক্ষার্থীদের কোটা আন্দোলনের ইস্যু নিয়ে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করে বিটিভি ভবন, সড়ক-সেতুভবন, মেট্রোরেলসহ সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা গুলোতে ধবংসযজ্ঞ চালিয়েছে। তারা বঙ্গবন্ধুর মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হত্যার টার্গেট করে নাশকতা কর্মকান্ডে মেতে উঠেছে। তারা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে সে সম্পদ আমার, আপনার, আমাদের। সরকারি কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও আওয়ামী লীগের ওপর হামলা চালিয়েছে। তারা বর্বরোচিত হামলা চালিয়ে ছাত্র-পুলিশসহ অনেক প্রাণ কেড়ে নিয়েছে, অনেক মায়ের বুক খালি করেছে, বোনকে স্বামী ও সন্তানকে বাবা হারা করছে। যারা এই রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের সাথে সম্পৃক্ত তাদের খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য জোর দাবি জানান সংসদ সদস্য কাজী কেরামত আলী।
এ-সময় রাজবাড়ী জেলা মটর চালক লীগের সভাপতি মো. তোফাজ্জেল হোসেন তপু`র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ`লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সভাপতি এমপি কন্যা কানিজ ফাতেমা চৈতী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ