শেরপুরের নালিতাবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় মূল আসামিকে ঢাকা জেলার উত্তরখান থানা হতে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি ১, জামালপুর।
রোববার (১৪ জুলাই) রাতে ঢাকার উত্তরখান থানাধীন বালুর মাঠ এলাকা হতে পলাতক আসামি শ্রীবরদী উপজেলার কারারপার গ্রামের আফরোজ আলীর ছেলে মোঃ আজাদ মিয়াকে (২৯) গ্রেফতার করে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করে র্যাব ১৪ জামালপুর।
র্যাব -১৪ ও মামলার এজহার সূত্রে জানা যায়, গত ৫ জুন সকালে শাহীন মিয়া অটোরিকশা নিয়ে ভাড়ায় চালানোর জন্য নালিতাবাড়ীর উদ্দেশে রওনা হয়। দুপুরে অটোরিকশা নিয়ে নালিতাবাড়ী চিতাখোলা মোড়ে অবস্থানকালে একজন যাত্রী নকলা থানার ধনাকুশা বাজারে যাওয়ার জন্য ভাড়া করে।
ওই যাত্রী নিয়ে ধনাকুশা বাজারের উদ্দেশে যাওয়ার সময় নালিতাবাড়ী থানাধীন মালিঝি ব্রিজের পূর্বপাশে যোগানিয়া পূর্বপাড়া মোড়ে পৌঁছানো মাত্রই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর দুইজন লোক অটোরিকশাটি থামানোর জন্য ইশারা করে। অটোরিকশা থামিয়ে তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে যাত্রীকে মাদক সন্দেহে তার দেহ তল্লাশি করে তার কাছে মাদক জাতীয় কিছু পেয়েছে বলে তারা রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকা সাদা রংয়ের একটি প্রাইভেট কারে ওই যাত্রীসহ অটো চালককে উঠায় এবং ডিবি পরিচয় দেওয়া লোকেরা বলে তাদের অটোরিকশাটি ডিবির লোক থানায় নিয়ে যাবে। এই বলে তারা কৌশলে আটক করে অপহরণ করে নালিতাবাড়ী হয়ে তিনানীর দিকে নিয়ে চলে যায়।
পরবর্তীতে ভিকটিমের বাবা মোঃ নুর ইসলাম নালিতাবাড়ী থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করলে নালিতাবাড়ী থানায় একটি মামলা রুজু হয় যার নং-০৭/১৫২।
র্যাব- ১৪ কোম্পানী অধিনায়ক মেজর আব্দুর রাজ্জাক জানান, আসামিকে শেরপুর জেলার নালিতাবাড়ী থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তাতর করা হয়েছে। এ ধরণের অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :