ময়মনসিংহের নান্দাইলে জুয়া খেলার আসর থেকে ৫ জুয়াড়ীকে গ্রেফতার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। শনিবার তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) গভীর রাতে মোয়াজ্জেমপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের জনৈক নূরুল আমীন এর দোকানের ভিতরে জুয়া খেলারত অবস্থায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সৈয়দগাঁও গ্রামের সাইফুল ইসলাম, ফখর উদ্দিন, নয়নপুর গ্রামের জিয়াদুল, নুরুল আমীন ও খোকন। এসময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
জানা গেছে, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার গৌরিপুর সার্কেলের নির্দেশে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মজিদের তত্তাবধানে থানা পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করেন।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আবদুল মজিদ বলেন, ধৃত জুয়াড়ী আসামীদের বিরুদ্ধে ননএফআইআর প্রসিকিউশন মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

