চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পানিতে ডুবে শিশু ইয়ামিন (১১) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। ইয়ামিন উত্তর শিকিরচর গ্রামের সুরুজ প্রধানের ছেলে।
রোববার (২৩ জুন) দুপুরে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শিকিরচর গ্রামের মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। মতলব উত্তর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি বিষয়টি নিশ্চিত করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইয়ামিন মাদ্রাসায় পড়াশোনা করত। ঈদের ছুটিতে বাবা-মায়ের সঙ্গে গ্রামে এসেছিল সে। রোববার বেলা ১২টার দিকে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। প্রায় দেড় ঘণ্টা পর ইয়ামিনের মরদেহ উদ্ধার করা হয়।
একুশে সংবাদ/ই.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

